ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ১০-সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডিমলায় আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ, থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা সরকারী মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, গয়াবাড়িবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপস্থিত ছিলেন। উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, আইন শৃখংলা বাহিনীকে আরো বেশী তৎপর থেকে কাজ করে যেতে হবে। খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়। সেই সাথে তিনি নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানান। সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে