ডেস্ক রিপোর্টঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোলাকুড়া রেলগেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান শেখ, শহিদুল শেখের ছেলে সরোয়ার শেখ ও শুকুর আলীর ছেলে শাকিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী একটি নছিমন (গ্রাম বাংলা) ১৪ জন শ্রমিক নিয়ে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়ায় যাচ্ছিল। এটি জামালপুর রেলগেইট অতিক্রম করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জুট মিলের তিন শ্রমিক নিহত হন।

দুর্ঘটনায় আহত হন আরো ১১ জন। আহতদের ফরিদপুর ৫০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানান স্থানীয়রা।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে