ডেস্ক রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শুক্রবার সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। চলবে আগামী ৬ জুন পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, ঈদের আগে-পরের ১০ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার প্রথমদিন পাওয়া যাচ্ছে আগামী ১০ জুনের (রবিবার) টিকিট। এরপর ক্রমান্বয়ে ৬ জুন পর্যন্ত মিলবে ১৫ জুনের ট্রেনের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে কাউন্টার খোলা থাকবে।

তিনি আরও বলেন, এবার যাত্রীদের সুবিধার্থে এবার তিনটি কাউন্টার বাড়ানো হয়েছে। গত বছর ছিল ২৩টি কাউন্টার। এবার সেখানে টিকিটি বিক্রি হবে ২৬টি কাউন্টার থেকে। এবার মহিলাদের জন্য রয়েছে দুইটি কাউন্টার। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ অথবা ১৭ জুন ঈদুল ফিতর উদাযাপিত হবে। তাই ঈদের ছুুটি শুরু হবে ১৫ জুন থেকে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে