আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ‘পূর্বশর্ত ছাড়া’ আলোচনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সেনা কমান্ডার এবং সিনিয়র কর্মকর্তারা ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে নাকচ করে দিয়ে একে অর্থহীন ও ‘অলীক’ বলে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আলোচনার সমাপ্তি ঘটেছে। এর জন্য ওয়াশিংটনই দায়ী।

এক টুইট বার্তায় তিনি লিখেন, হুমকি, অবরোধ এবং জনসংযোগ কোনো  কাজে আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেন, ইরানের ওপর অবরোধ করে এবং দেশটির সঙ্গে ব্যবসা না করতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগ করে ট্রাম্পের আলোচনার প্রস্তাব তার সিদ্ধান্ত বিরোধী।

ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেন, ইসলামিক রিপাবলিক উত্তর কোরিয়া নয়। তিনি বলেন, মি. ট্রাম্প! ইরান উত্তর কোরিয়া নয় যে, আপনার প্রস্তাব মেনে নেবে।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে