ডেস্ক রিপোর্টঃ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও উপজেলা ছাত্রলীগের জনসভা কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ বুধবার বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার জন্য উপজেলা নির্বাহী কার্যালয়ে আবেদন করে কৃষক শ্রমিক জনতালীগ ‍ও ছাত্রলীগ।

কোনো রকম সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

ইউএনও স্বপ্না জানান, বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতালীগ আবেদন করে। একই সময়ে একইস্থানে সমাবেশ আহ্বান করায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাসাইল বাস্ট্যান্ড ও বাসাইল বাজারের পাশ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। আজ রাত ৮টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও জানান শামছুন নাহার স্বপ্না।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে