ডেস্ক রিপোর্টঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে মাশরাফি বিন মুর্তজারা। এখন পর্যন্ত ১-০ তে এগিয়ে থাকলেও, সিরিজ জিততে ড্র অথবা জয়; দুটির একটি প্রয়োজন বাংলাদেশের।

ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় কলম্বোর সিনহালেস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৯০ রানের বড় জয় পায়। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের পর টানা বৃষ্টির কারণে ব্যাটই করতে পারেনি বাংলাদেশ দল। শেষপর্যন্ত বৃষ্টি বিঘ্নিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। বাংলাদেশ অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, আশেলা গুনারত্নে, দীনেশ চান্দিমাল, ধানুশকা গুনাথিলাকা, সুরঙ্গ লাকমাল, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, মিলিন্দা সিরিবর্ধনে, নুয়ান কুলাসেকারা এবং নুয়ান প্রদীপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে