Modi top criminals

বিডি নীয়ালা নিউজ(২১ই জুলাই ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ এবার গুগলের আচরণে বিব্রত ভারতের অনেকেই! হবেনই বা না কেন, গুগলে ‘টপ চেন ক্রিমিন্যালসবলে সার্চ করলেই অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ।

শেষপর্যন্ত এই চরম অবমাননাকর সার্চ রেজাল্টস-এর জন্য গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দিয়েছে আদালত।

লখনউ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ অগস্ট।

অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। তাদের চিঠি দিয়েছিলেন, শুধরে নেওয়ার আর্জি জানিয়ে। কিন্তু তাতে কেউই কর্ণপাত করেননি। তার চিঠির জবাবও দেননি গুগল কর্তৃপক্ষ। তার পর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশও তার লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।

এর আগে গত বছর জুনেও গুগলে এমন একটি সার্চ রেজাল্টস নিয়ে তুমুল হইচই হয়েছিল। তখন ‘নিগার হাউস’ বলে সার্চ করলে দেখা যাচ্ছিল হোয়াইট হাউসের ছবি!

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে