power-switch

বিডি নীয়ালা নিউজ(২৩ই জুন  ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ  খুব পরিচিত একটা চিহ্ন। মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ- প্রতিটি গ্যাজেটেই এটা থাকে। পাওয়ার সুইচ। একটি নির্দিষ্ট প্রতীক চিহ্নও রয়েছে এর। ইংরেজী হরফ ‘O’-এর মাঝখানে একটি দাঁড়ি (।).. কিন্তু এই চিহ্নের মানে কী?

 

এটা পাওয়ার সুইচ সবাই জানে। কিন্তু, এই চিহ্নটাকেই পাওয়ার হিসেবে স্থির করার কারণটা কী? যুক্তিটা হল টগল সুইচ। মূলত এই চিহ্নটাই বুঝিয়ে দেয় ‘অন’ আর ‘অফ’ (I and O)। তবে এই চিহ্নটা বেছে নেওয়ার আগে পরিষ্কার ‘অন’/’অফ’-ই লেখা হত। পরে বাইনারি সিস্টেম-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই চিহ্নকে বেছে নেওয়া হয়।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে