মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা আব্দুল হান্নান(৫৫) গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫।

আজ (রবিবার) সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে (৩১ ডিসেম্বর/২২) শনিবার রাতে জেলার সদর উপজেলার নতুনহাট এলাকা থেকে আটক করা হয়। আব্দুল হান্নান জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা হাজিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আব্দুল হান্নানসহ ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে এক প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এমন খবরের ভিত্তিতে ভূয়া নিয়োগপত্রসহ র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল তাকে আটক করেন।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে