ডেস্ক রিপোর্টঃ বিমান বন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে গত চারদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালেও রাস্তায় গণ পরিবহন নেই বললেই চলে। ফলে আজও সাধারণ যাত্রীদের ভোগান্তির সীমা নেই।

আজ শুক্রবার ছুটির দিন হলেও রাজধানীর বিভিন্ন বাসস্টপে মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক সময় পর পর দুই-একটি গাড়ি আসলেও সেগুলো থাকে ভরা। মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকে।

ঢাকার কেরানীগঞ্জ, পল্টন, কাকরাইল, শাহাবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয়সরণী রোড, জাতীয় সংসদ, জিয়া পার্ক, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মিরপুর -১ এর মতো ব্যস্ততম সড়কগুলোতে তেমন সাধারণ যান চলাচল চোখে পড়েনি।

এ ছাড়া গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ এলাকায়ও গণপরিবহন চলাচল করছে না বলে জানা গেছে।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে