04-Argentina

বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্তিমত্তার কথা জানিয়ে রাখলো ২৩ বছর ধরে অপেক্ষায় থাকা আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটায় শুরু হওয়া ‘ডি’ গ্রুপের এই ম্যাচে চোট থেকে মাত্রই সেরে ওঠা লিওনেল মেসিকে খেলানোর ঝুঁকি নেননি কোচ জেরার্দো মার্তিনো। সাইড বেঞ্চে বসে দলের প্রথমার্ধের খেলা দেখে খানিকটা হতাশ হতেই পারেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে শেষ পর্যন্ত সহজ জয়ই উপহার দেয় তার সতীর্থরা।

২৩তম মিনিটে দি মারিয়ার কর্নার থেকে রোহোর হেড লক্ষ্যে থাকেনি।

আধ ঘণ্টার মাথায় প্রথমার্ধে নিজেদের সবচেয়ে ভালো সুযোগটা পায় চিলি। ডি-বক্সের বাইরে থেকে আলেক্সিস সানচেসের জোরালো শট নিচু হয়ে এক হাতে ঠেকান গোলরক্ষক সের্হিও রোমেরো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বানেগার বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে পরক্ষণেই বাঁ পায়ের শটে ব্রাভোকে পরাস্ত করেন পিএসজির তারকা মিডফিল্ডার দি মারিয়া।

৬৬তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে হিগুয়াইনের মাটি কামড়ানো শট পা বাড়িয়ে ঠেকান ব্রাভো। ৮৬ তম মিনিটে রোহোর হেড আবারও পোস্টের বাইরে দিয়ে যায়।

যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সান্ত্বনার গোলটি পায় চিলি। ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান কমান হোসে পেদ্রো ফুয়েনসালিদা। গোলরক্ষক রোমেরো এগিয়ে বিপদমুক্ত করতে আসায় গোল ছিল ফাঁকা। এর পরপরই বাজে খেলা শেষের বাঁশি।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে পানামা ২-১ গোলে বলিভিয়াকে হারায়।

b/n24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে