আন্তর্জাতিক রিপোর্টঃ চীনে যানবাহন চলাচলের জন্য বিশ্বের সর্বোচ্চ সেতু খুলে দেয়া হয়েছে। এ সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দু’টি পার্বত্য প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয়েছে এবং যাতায়াতে চার ভাগের তিন ভাগ সময় কম লাগবে।
শুক্রবার গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, একটি নদীর ওপর নির্মিত বিপানজিয়াং সেতুর উচ্চতা ৫৬৫ মিটার (১ হাজার ৮৫৪ ফুট)। সেতুটি পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝু প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
বৃহস্পতিবার সেতু খুলে দেয়ার পর দুয়ান নামের এক ট্রাক চালকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে।
তিনি আরো বলেন, সেতুটি এ দুই প্রদেশে যাতায়াতকারী লোকজনের খুবই উপকারে আসবে।
স্থানীয় সংবাদপত্র গুইঝু ডেইলি জানায়, ১ হাজার ৩৪১ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১৪ কোটি ৪০ লাখ ডলার (১শ’ কোটি ইউয়ান) ব্যয় হয়।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে