নীলফামারী থেকেঃ ভাল ফলাফল পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। সাথে খুশিও হয়েছেন অভিভাবকগণ। প্রতিযোগীতা শুরু হয়েছে বিদ্যালয়গুলোর মধ্যে আরও ভালো ফলাফল করার প্রয়োজনে।

২৯ ডিসেম্বর সারা দেশের ন্যায় প্রকাশ হয়েছে ডোমার উপজেলাধীন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পিএসসি ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল। এতে ডোমার উপজেলার চিলাহাটির ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে। বিদ্যালয়টির পাসের হার ৯৮.৪শতাংশ। এতে বিদ্যালয়টির ১’শ ২৫জন পরীক্ষার্থীর মধ্যে ১’শ২৩ জন কৃতকার্য হয়। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা-১৬। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর শতাংশ হারের দিক থেকে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় এগিয়ে আছে। বিদ্যালয়টির ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮১জন কৃতকার্য হয়। এরমধ্যে ৩০জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৮৫.৭৮শতাংশ।

অপরদিকে পিএসসি পরীক্ষায় ১৫৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণকারী ৬হাজার ৯’শ জন পরীক্ষার্থীর মধ্যে ৬হাজার ৩’শ ৪৯জন কৃতকার্য হয় এবং ৫’শ ৫১জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এতে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪’শ ১৫জন। এতে ডোমার উপজেলায় পিএসসি পাসের হার ৯৫.২১শতাংশ। এদিকে এবতেদায়ীতে ২১৪ পরীক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয়। এতে এবতেদায়ী বিদ্যালয়ে পাসের হার-৯৯.২৬শতাংশ।

ডোমার উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা শাজাহান মন্ডল বলেন, এই ফলাফলে সন্তুষ্ট আছি। তবুও শতভাগ পাসের হার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। আশা করছি সফল হবো।

এদিকে বাংরাদেশের সাথে সংযুক্ত হওয়া সাবেক ছিটমহল বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব উচ্চ বিদ্যালয়ের ১৫জন পরীক্ষার্থীর মধ্যে ১১জন কৃতকার্য হয়। তাদের পাসের হার ৭৩.৩৩ শতাংশ। বিদ্যালয়টির শিক্ষার্থীরা পাশ্ববর্তী কাঁঠালতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাচানাত জামান প্রামাণিক টুটুল বলেন, বিদ্যালয়গুলো অনতিবিলম্বে পাঠদানের অনুমতিসহ সকল প্রকার কার্যক্রম সরকারীভাবে অনুমতি প্রদান করলে আশা করছি আগামী বছরে এরচেয়েও ফলাফল ভালো করতে পারবে শিক্ষার্থীরা।  তাই বিদ্যালয়গুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেক দৃষ্টি কামনা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে