আহমদ রেজা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম খুলসী এর ইন্ডিয়ান এ্যামবাসীতে প্রতিনিয়ত বার বার আবেদনের পর মিলছেনা ইন্ডিয়া ভিসা।

এতে সকালে ভিসার জন্য যাত্রীরা বার বার সময়ের পরিপ্রেক্ষিতে যোগাযোগ করে আবেদন করতে গেলে তাদের কে বিভিন্ন ভাবে হেনস্ত হয় বলে জানা যায়।

ভিসার জন্য লম্বা লাইনে দাড়িয়ে ঘন্টা পর ঘন্টা সময় গুনতে হয় ভুক্তভোগীদের। প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ১ টার মধ্যে হাজার ও বেশি যাত্রী আবেদন করেন।

দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরে মিলেনা তাদের ভিসা এক ভুক্তভোগী এসব এ্যামবাসীকে অসন্তোষ ভাবে জানান ৩ বার আবেদন করার পর মিলেনি ভিসা। এ নিয়ে গনমাধ্যম কে ভুক্তভোগী মো আলী আজাদ (৪২) পিতা ঃ মরহুম আবদুল সালামের পুত্র।

গ্রাম উত্তর বন্দর,১নং বৈরাগর ইউনিয়নের, ২নং ওয়ার্ডপর বাসিন্দা, থানা কর্ণফুলী, উপজেলা আনোয়ারা, জেলা চট্টগ্রাম তিনি আরো জানান এভাবে হাজারো যাত্রী বিভিন্ন বিষয়ে চিকিৎসা, দিল্লির মাজার জেয়ারত সহ বিভিন্ন ভাবে ভিসা প্রসেসিং বিষয়ে যাত্রী দের হয়রানির স্বীকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগী।

এতো আরো জানান অসাধু উপয়ে ভিসা নিচ্ছেন ২০০০০-৩০০০০ হাজার টাকার উর্ধে। সরকারী ভাবে ফ্রি ৮০০ টাকা। ভুক্তভোগী জানতে চায়লে কেন ভিসা প্রসেসিং করা হচ্ছে তারা এ বিষয় নিয়ে কোন মুখ খুলেনি বলেন । কর্মকর্তা মুখ ফিরে চলে যান। ভুক্তভোগীদের আবেদন প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছেন।

যাতে এহান হয়রানি থেকে সমাধান পায়। এ্যামবাসীর কর্মচারী কর্মকর্তাদের জবাব দিহীতা আনায়ন করার জরুরী।তাদের মধ্যে অনেক জানান আমরা স্বাধীন বাললার নাগরিক আমাদের যদি সরকার ও সরকারী প্রসাশন সহযোগিতা না করে।

আমাদের স্বাধীনতার ক্ষুন্ন মান উন্নয়ন মূলক কিছু রইলো না।তায় ভুক্তভোগীদের অনুরোধ ইন্ডিয়ান এ্যামবাসীকে ভিসা প্রসেসিং এর সংশোধন করে যাত্রী আবেদন দ্রুত ভাবে ভিসা প্রসেসিং করা হয়।

এক মাসে যাতে ২-৩ বার সময় নির্ধারণ না করে একবারে শেষ হয়।তাতে জন সাধারনের উপকারীতা লাভ করবেন জানান ভুক্তভোগীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে