নারায়ণগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা মোড়ে তিন চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এই ককটেল বিস্ফোরণ হয়।

ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক। তিনি জানান, কে বা কারা এই ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। তবে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কোনো ধরণের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১১ টা থেকে পৌনে ১২ টার দিকে গলাচিপা মোড়েরর উল্টো দিকে এক এক করে তিনটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা কিংবা কোন দিক থেকে এসব ছুড়ে মেরেছে তা দেখা যায়নি।

এদিকে ককটেল বিস্ফোরণের পরপরই ওই এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে পরিদর্শক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে