Google-B-Cycle

বিডি নীয়ালা নিউজ(৫ই এপ্রিল১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন: এবার গুগল স্বয়ংচালিত দুই চাকার সাইকেল আনছে। তবে এ নিয়ে রয়েছে নান দন্দ। কেননা,অনেকেই বলছে এটি আসলে গুগলের এপ্রিল ফুলের চালাকি।

নেদারল্যান্ডের গুগল ইউটিউবে প্রকাশ করলো নতুন একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে একটি সাইকেল নিজে নিজেই চলছে। প্রয়োজনে পার্কিং এ গিয়ে নিজের জায়গা দখল করছে। আবার কল পেয়ে হাজির হচ্ছে মালিকের পায়ের কাছে। সাইকেলটিতে পড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। ব্যালেন্স ঠিক রাখার জন্য এতে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাইকেলটির সামনে রয়েছে একটি ৩৬০ ডিগ্রি রোটেটিং ক্যামেরা। সাইকেলটির অটোমোড চালু করে দিয়ে আপনি ল্যাপটপে সেরে নিতে পারবেন আপনার জরুরি কাজগুলো।

ছোট শিশুদের সাইকেলে নিয়ে ঘুরতেও এখন কোন ভয় নেই। সাইকেলটি পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে শিশুরা আরামে ঘুরে আসতে পারবে এই সাইকেলে। মা-বাবাও থাকবেন দুশ্চিন্তামুক্ত।

ভিডিওতে দেখে নিন স্বনিয়ন্ত্রিত সাইকেলটি। তবে মজার ব্যাপার হলো এই স্বনিয়ন্ত্রিত সাইকেলটি শুধুমাত্র ১লা এপ্রিলেই উম্মুক্ত ছিল। এটি হচ্ছে গুগলের একটি এপ্রিল ফুলের উপহার।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে