মো:সাব্বির হোসেন রনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি: সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে দুপুর ২ টা পর্যন্ত।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছন। এছাড়া সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে আরও ৩০ প্রার্থী রয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত আবু বকর সিদ্দক (তালগাছ) জাতীয় পার্টির আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র শরিফুল ইসলাম (হেলিকপ্টার)।

জেলার ৭ টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলো হচ্ছে সুন্দরগঞ্জ ডি ডাব্লু সরকারি কলেজ, সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাঘাটার বোনারপাড়া কাজী আজাহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ফুলছড়ি বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ।

গাইবান্ধা জেলার ৭ উপজেলার ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮৫৭ ও নারী ভোটার ২৬৭ জন।

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে একজন জেলা পরিষদ চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে সাধারণ সদস্য পদের এমএস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটন্দ্রের দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার মতিউল আলম জানান, তার কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ ইভিএমের মাধ্য ভোট নেওয়া হচ্ছে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে