আসাদ হোসেন রিফাতঃ

লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশীর নিহত হয়েছে। রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে ৮/১০ জনের একদল বাংলাদেশী গরু পারাপারকারী ওই সীমান্তের ৮৪৩নং মূল পিলার দিয়ে ভারতের ১শ গজ অভ্যন্তরে প্রবেশ করে।

এসময় ভারতের ৯৮ বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসলেও বিপ্লব মিয়া (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে সঙ্গীরা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বিপ্লব পাটগ্রাম উপজেলার ধবলসুতী গ্রামের রশিদুল ইসলামের পুত্র।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে