ডেস্ক রিপোর্ট : ভারত অধিনায়ক বিরাট কোহলির অফ-ফর্ম নিয়ে চিন্তা না করে তার উপর আস্থা রাখতে বললেন দেশটির সাবেক দলনেতা কপিল দেব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিকে সেরা ফর্মেই দেখা যাবে বলে আশাবাদি কপিল, ‘কোহলির ফর্ম নিয়ে চিন্তার কিছুই নেই। ও উচুঁ মানের খেলোয়াড়। সেরা খেলোয়াড়রা বড় বড় আসরেই নিজেকে মেলে ধরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিকে সেরা রুপে দেখা যাবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে ব্যাট হাতে রানের ফুলকি ছুটিয়েছিলেন কোহলি। ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন তিনি। ৭টি হাফ-সেঞ্চুরির সাথে ৪টি সেঞ্চুরিও ছিলো কোহলির।
কিন্তু চলমান আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি। ১০ ম্যাচে ৩০৮ রান করেছেন তিনি। অবশ্য আইপিএল থেকেই নয়, দেশের মাটিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই অফ-ফর্মে আছেন কোহলি। তাই কোহলির ফর্ম নিয়ে চিন্তিত ভারতীয়রা। কারন পহেলা জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অস্টম আসর। সেখানেও যদি কোহলি নিজের সেরাটা দিতে না পারেন, তবে ভারতের জন্য শিরোপা ধরে রাখা কঠিনই হবে।
তবে কোহলির উপর আস্থা রাখতে বললেন ৮৪’বিশ্বকাপজয়ী ভারত দলপতি কপিল। তিনি বলেন, ‘কোহালির ফর্ম নিয়ে চিন্তা করার কোনও কারণ দেখছি না। আমরা সবাই তার ক্ষমতা এবং প্রতিভা সর্ম্পকে জানি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বিধ্বংসী কোহলিকে দেখবে ক্রিকেট বিশ্ব। বড় ইনিংস খেলার সার্মথ্য রয়েছে কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নিজেকে তৈরি রেখেছে সে।’
কোহলির রান ভারতকে সাফল্য পেতে প্রধান ভূমিকা রাখবে বলে মনে করেন কপিল। তিনি বলেন, ‘কোহলি দলের অধিনায়ক। একটি বড় ইনিংস খেলতে পারলে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে কোহলি। তাতে পুরো দলও আত্মবিশ্বসী হয়ে উঠবে। অধিনায়কের রান পাওয়াটা সব সময়ই একটা দলের জন্য ভাল ব্যাপার। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিতে পারলে, ভারত সহজেই সাফল্য পেয়ে যাবে।’
ভারতের ব্যাটিং বিশ্বসেরা। বোলিং নিয়ে সর্বদাই চিন্তা করতে হয় দলকে। তবে ভারতীয় বোলিং লাইন-আপ নিয়েও আশাবাদি কপিল, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ভারতের যে বোলিং লাইন-আপ রয়েছে সেটি দারুন। বিশেষভাবে জসপ্রিত বুমরা। ভারতের প্রধান অস্ত্র বুমরাই। তাকে প্রথম যখন দেখি মনে হয়নি বুমরাহ’র মধ্যে এত প্রতিভা আছে। তার মানসিক জোর প্রচন্ড। বোলিং অ্যাকশন পরিষ্কার না থাকলেও লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করাটা খুব কঠিন ব্যাপার। এছাড়া উমেশ যাদব, ভুবেনশ্বর তো আছেই। মোহাম্মদ সামি দীর্ঘদিন পর ফিরেছে। স্পিনে রবীচন্দ্রন অশ্বিনের সাথে রবীন্দ্র জাদেজার সেরা পাফরমার।’
ভারতের মিডল-অর্ডার অনেক বেশি শক্তিশালী যুবরাজ ও মহেন্দ্র সিং ধোনির জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দু’জনকে দায়িত্ব নিয়েই খেলতে হবে বললেন কপিল, ‘তরুণদের মধ্যে তাদের উভয়ের অনেক সম্মান রয়েছে। তারা তাদের সেরাটাই খেলতে পারবে। তবে ১৫ বছর আগে তারা যা খেলেছে, এখনো সেটা খেলবে তেমনটি আশা করছি না। কিন্তু তাদের অভিজ্ঞতা দারুন কাজে দিবে।’
৪ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ঐ ম্যাচে ভারতই ফেভারিট বলে জানালেন কপিল, ‘পাকিস্তানের চেয়ে ভারত দল হিসেবে দুর্দান্ত এবং বড় আসরে সেরা ক্রিকেটই খেলে থাকে ভারত। তাই ভারতই সেরা দল। এই পর্যায়ে পাকিস্তানের হারানোর কিছুই নেই। তারা আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে। তাদের ভালো ভালো খেলোয়াড় রয়েছে। তবে পাকিস্তানের চেয়ে ভারত অনেক বেশি ভালো দল।’

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে