Kolkata: KKR's bowler Shakib Al Hasan (L) celebrates dismissal of Rajasthan Royals batsman A.Rahane (R) during their IPL T-20 match in Kolkata on Friday. PTI Photo by Swapan Mahapatra(PTI4_13_2012_000186A)

বিডি নীয়ালা নিউজ(৯ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ আজ শনিবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর।

আর বিগত আসরের মত এবারও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসনকে নিজেদের দলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলে এর আগে দলকে দু’টি শিরোপা উপহার দিয়েছেন সাকিব। আর এবারও সাকিবের প্রত্যাশা দলের হয়ে ভালো কিছু করার।

আগামী রোববার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডন্সে কেকেআরের হয়ে মাঠে নামবেন সাকিব।

টুর্নামেন্ট শুরুর আগেরদিন এক সংবাদ সম্মেলনে নিজেকে আরও ভালো পারফরমার হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে সাকিব বলেন, ‘কেকেআরের হয়ে ইডেন গার্ডেন্সে খেলা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। শেষ যে ক’বছর খেলেছি, দলের জন্য যে ভুমিকা রাখতে পেরেছি, তাতে আমি নিজেও সন্তুষ্ট ছিলাম। এবার আশা থাকবে যেন আগের চেয়ে আরও বেশি ভালো করতে পারি।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আগের চেয়ে এবারের দলটা অনেক বেশি শক্তিশালী। যদিও মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, আমরা কতটা ভালো পারফর্ম করতে পারি, সেটার ওপরই নির্ভর করবে অনেক কিছু। তবে এখনই আমরা যেভাবে একতাবদ্ধ হয়ে অনুশীলন করছি, প্রস্তুতি নিচ্ছি- তাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো কিছু আশা করতে পারি। আর দলের সবাই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে