সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা বরুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার এক সপ্তাহ পর এক মুদি দোকানি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। নিহত, মুদি দোকানি আব্দুল কাদের (৭০) জালগাঁও গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নিজ দোকানে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে একদল হামলাকারী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গত সোমবার থানায় মামলা করেছেন আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা আক্তার। সেলিনা আক্তার বলেন, স্থানীয় হুমায়ুন কবিরের সঙ্গে তার স্বামীর জমি সংক্রান্ত ও পরিবারিক বিরোধ রয়েছে। ঘটনার দিন একই গ্রামের হুমায়ুন কবির এবং তার ছেলে মাহাবুব আলম ও মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন দোকানে হামলা চালান। তারা আব্দুল কাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে