জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংগালীপুর ইউনিয়নে লক্ষনপুর বালাপাড়া কমর ঢুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষে সংঘর্ষ ১৩ জন আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে ৷

জানা যায় সৈয়দপুর উপজেলার বাংগালীপুর লক্ষনপুর কমরঠুলা বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ৭টায় মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মজিবুর রহমান জানান, আমার বাড়ীর সামনে আমার জমিতে উঁচু করার জন্য মাটি ভরাট করছি এমন সময় মোখলেছুর রহমান এর পরিবারের সদস্যরা আমাদেরকে উদ্দেশ্যে করে গালাগালি করে আমরা প্রতিবাদ করলে এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের গায়ে হাত তোলেন আমিসহ আমার পরিবারের ৬ জন আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে ৷

আহতরা হলেন মজিবর রহমান পিতা মৃত্যু খেজমতুল্লাহ, বেলায়েত, পিতা সুলতান, আব্দুর রহমান, পিতা মজিবর রহমান, সাহেব আলী, তৈয়ব আলী, বাদশা, সকলের পিতা লুৎফর রহমান ৷

এদিকে মোখলেছুর রহমানসহ পরিবারের সদস্যদের মধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে ৷ আহতরা হলেন, মোখলেছুর রহমান, বাদশা,মেহের নেগার, স্বামী সমছের,সুমি,স্বামী মানিক, শাহিনুর, স্বামী মোখলেছুর রহমান, সোহাগী, স্বামী বাদশা, সাজ্জাদ, পিতা মোখলেছুর রহমান ৷

মোখলেছুর রহমান জানান, শুক্রবার সকালে আনুমানিক ৭ টায় আমাদের বাড়ীর সামনে যে জমি টি দ্বন্দ্ব নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে ৷

সেই জমির উপরে মজিবর রহমানের লোকজন হঠাৎ করে মাটি ভরাট করছে ৷ তখন আমরা মাটি ভরাটের কথা জানতে চাইলে,কথা বলার সাথে সাথে এমন সময় মজিবর রহমানসহ তাদের পরিবারের সদস্যরা মিলে আমাদের উপর লাঠিশোটা নিয়ে অর্তকিত হামলা চালিয়ে মারপিট শুরু করে। পরে এলাকার লোকজনের সহায়তায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছি আমরা বাংগালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শাহজাদা সরকার জানান, বিষয়টি আমি শুনেছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে