kunio

ডেস্ক রিপোর্টঃ জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় মঙ্গলবার সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিশেষ জজ আদালত।
সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) এডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক জানান, আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাদের মধ্যে পাঁচ আসামীকে আদালতে হাজির করা হয়। দু’জন পলাতক রয়েছে। তাদেরকে পলাতক দেখিয়ে বিচার কাজ চলবে।
তিনি বলেন, পুলিশ তদন্ত করে ৮ জঙ্গি হত্যাকান্ডের সাথে জড়িত বলে তথ্য পায়। তবে পরবর্তীতে অভিযুক্ত একজন বন্দুকযুদ্ধে নিহত হলে তাকে বাদ দিয়ে অপর ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) প্রদান করে।
পিপি জানান, রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ২০১৭ সালের ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
গত বছরের ৩ অক্টোবর রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে মটরসাইকেলে থাকা মুখোধারী দুর্বত্তরা গুলি করে হত্যা করে।
কাউনিয়া থানা পুলিশ তদন্ত শেষে গত ৩ জুলাই কুনিও হত্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তাঁরা হলেন মাসুদ রানা, ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, সাদ্দাম হোসেন, আহসানউল্লাহ আনসারি ও নজরুল ইসলাম।
অভিযোগ গঠনের সময় আদালতে মাসুদ রানা, ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন হাজির ছিলো। রংপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাদেরকে আদালতে আনা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত জঙ্গি নজরুল ইসলাম গত ২ আগস্ট রাজশাহীতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। পলাতক অপর দুই জঙ্গি সাদ্দাম হোসেন ও আহসানউল্লাহ আনসারীকে গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে