সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে।প্রতুষ্যে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভে,শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক –সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৮টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়।এরপর বেলা ১১টায় কলেজ মোড়স্থ শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা,শহিদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ এবং গর্বিত মায়েদের সংবর্ধনা দেয়া হয়েছে।এছাড়াও বাদ যোহর জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির,গির্জায় ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়।বিকাল ৩ টায় হাডুডু ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬ টায় স্বাধীনতার বিজয় স্তম্ভে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের আয়োজন করেন জেলা প্রশাসন।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা ও জেলা পরিষদ পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচি গ্রহন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে