কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,আ,ফ,ম মহিউদ্দিন শেখ:  নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শনিবার সকাল ১১ টার সময় কিশোরগঞ্জ ক্রীড়া সংস্থার খেলোয়ার বৃন্দের আয়োজনে কিশোরগঞ্জ ষ্টেডিয়াম মাঠে ঈদ-উল আযাহার গরুর হাট না করার দাবীতে কিশোরগঞ্জ – নীলফামারী সড়কে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করা হয়।
এর আগে গত ২১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে এক স্বারকলিপি প্রদান করে কিশোরগঞ্জ ক্রীড়া সংস্থার খেলোয়ার বৃন্দ। তার পরেও কোন লাভ হয়নি খেলোয়ারদের।  যথারিতি ঈদ-উল আযহার গরু ষ্টেডিয়াম মাঠে কেনা-বেচা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন স্বারকলিপি পেয়েছি।  কিন্তু বাজার কমিটির সাথে কথা হয়েছ তারা পরবর্তীতে মাঠ সংস্কার করে দিবে বলেছে। 
এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিজবুল্লা রহমান ডালিম,বাংলাদেশ যুবলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম বাবু।
 এ সময় আরো উপস্থিত ছিলেন সুমন শাহ,শাহিন আলম,সিরাজুল,রাশেদুল,মীম,ফুয়াদ,সিয়াম,জয় ও সবুজ প্রমুখ। সাথে ছবি আছে


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে