কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ক্রীড়ামুদি সংগঠন মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র ও মাগুড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার) বিকাল ৪টায় ২য় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি মাগুড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মাগুড়া ইউপি চেয়ারম্যান ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা, মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক গোলাম রশিদ শাহ, মোঃ গোলাম ফারুক সাহেব, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের উপদেষ্টা বিমল চন্দ্র দেবনাথ প্রতাপ, মোঃ আজাদুল করিম আজাদ, আবুল হাসনাত চৌধুরী বিট্রেন, শিক্ষক রবিউল ইসলাম, ইউনুছ আলী,মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সিনিয়র সহসভাপতি আয়নাল হক, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিউজ্জামান সাদেকুল সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করেন কিশোরগঞ্জ ফুটবল একাডেমী বনাম মীরগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতি জলঢাকা। ৬০মিনিটের নির্ধারিত খেলায় উভয় দল কোন প্রকার গোল করতে না পরায় পরে ট্রাইব্রেকারের মাধ্যমে মীরগঞ্জ খেলায়ার কল্যাণ সমিতি, জলঢাকা কে হারিয়ে চ্যাম্পিয়ন হন কিশোরগঞ্জ ফুটবল একাডেমী। খেলাটি পরিচালনা করেন রেফারী গোবিন্দ্র চন্দ্র।

খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাগুড়া র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মতিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে