মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ  জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বিগত ৫ বছরে কিশোরগঞ্জ – সৈয়দপুর এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক  উন্নয়ন সাধিত হয়েছে। দেশের র্সাবিক উন্নয়নের জন্য পল্লী বন্ধু হোসেন মোহাম্সদ এরশাদের বিকল্প নেই।
বৃহঃপতিবার বিকালে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ইসমাইল সিপাইডাঙ্গা ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলি বলেন বিরোধী দলীয় হুইফ শওকত চৌধুরী এম পি। ব্রিজটি প্রাক্কালিত ব্যায় ৩ কোটি ১২ লাখ ৭ হাজার ৫৪ টাকা। কাজটি পেয়েছেন রেব আরসি কেবি এন্টারপ্রাইজ নীলফামারী। ব্রিজটি নির্মান হলে বাহাগিলি ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ১০ হাজার মানুষের যোগাযোগের পথ সহজ হয়ে যাবে।
  আলহাজ্ব মনছের আলীর  সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অফিসার কেরামত আলী নান্নু, অফিসার ইনর্চাজ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা জাপা সেক্রেটারি আলম হোসেন, জাপানেতা সুজাউদ্দৌল্লা লিপটন,রফিকুল ইসলাম ও  কালাশা হাজী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে