কিশোরগঞ্জ নীলফামারী থেকে: নীলফামারীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী দু’জন প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি খাদ্যগুদামে অডিট করতে তাঁদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলার নতুনবাবু পাড়াস্থ শহীদ জহুরুর হক সড়কের বাসিন্দা মৃত ইয়াছিন আলীর ছেলে শাহাজাহান আলী (৩৭) ও একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলি গ্রামের নলছা পাড়ার কেতাব আলীর ছেলে আতাউর রহমান (৩৫)।

খাদ্যগুদামের কর্মকর্তা হুমায়ন কবীর জানান, প্রতারকরা বেলা পৌনে ৩টার দিকে সিলভার রংয়ের প্রাইভেটকার যোগে খাদ্যগুদামে প্রবেশ করে। তাদের মধ্যে শাহজাহান আলী এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্ত করতে এসেছেন বলে জানান। তবে ১০ হাজার টাকা উৎকোচ দিলে তদন্ত করবেন না। তাদের কথা ও আচরণে সন্দেহ হলে গোপনে পুলিশকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ- ৪৫-৫৮৮২) চালকসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারনার কথা স্বীকার করেছে। পরে খাদ্যগুদামের কর্মকর্তা হুমায়ুন কবির নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের ব্যবহৃত পাইভেট কার জব্দ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে