কাওছার হামিদ,নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল বিকালে বৃষ্টি সহ ঝড়ো হাওয়ায় ১০টি পরিবারের ১৫টির টিনের ঘর লন্ডভন্ড হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন খোলা আকাশের নিছে বসবাস করছে। এ ঝড়ো হাওয়ার ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো ওই এলাকার মৃত খাজির উদ্দিনের পুত্র রাজ্জাক হোসেন, মৃত মফেল উদ্দিনের পুত্র বকুল হোসেন, মৃত আঃ ছালামের পুত্র নজরুল ইসলাম, মজির উদ্দিনের পুত্র লাল মিয়া, মফিজুল ইসলাম, পিতা অজ্ঞাত, নজরুল ইসলামের পুত্র জাহাঙ্গীর হোসেন, মৃত মফিজার রহমানের স্ত্রী রাশেদা বেগম,মৃত জমসের উদ্দিনের পুত্র লিটন মিয়া, তফিজ উদ্দিনের পুত্র মোতাহার হোসেন, খোদের হোসেনের মেয়ে হাওয়া বেগম। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমান খোলা আকাশের নিছে বসবাস করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন ঝড়ো হাওয়ার বিষয়টি অভিযোগ পেয়েছি এবং আমাকে চেয়ারম্যান সাহেব জানিয়েছেন। ঘটনাস্থলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা পরিদর্শন যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের মাঝে সহযোগীতার আশ্বাস দেন। এছাড়াও আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন অত্র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। আজ সকাল ১১ টায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ইউএনও আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে