bbbb-kkkk-400x212

নীলফামারী প্রতিনিধিঃ বয়স্ক ভাতার জন্য পাঁচ বছর আগে প্রায় এক হাজার টাকা দিয়েছিলেন। ভাতা না হওয়ায় সেই টাকাই ফেরত চাইতে গিয়েছিলেন তিনি। কিন্তু টাকা ফেরত পাওয়া তো দূরে থাক, উল্টো চড় খেলেন ৮০ বছরের এক বৃদ্ধ বাচ্চু মামুদ। রোববার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তি জানান, চাঁদখানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাঁচ বছর আগে লুৎফর রহমান (ভাকু) প্রথম দফায় সদস্য থাকাকালে বয়স্ক ভাতা পাওয়ার জন্য ওই গ্রামের বাচ্চু মামুদ (৮০) তাঁকে এক হাজার টাকা দেন। কিন্তু তিনি বয়স্ক ভাতা পাননি।
লুৎফর রহমান দ্বিতীয় দফায় আবারো সদস্য নির্বাচিত হলে বাচ্চু মামুদ তাঁর কাছে বয়স্ক ভাতার জন্য যান। কিন্তু ব্যবস্থা করে দেননি।

আছরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে লুৎফর রহমানের সঙ্গে বাচ্চু মামুদের দেখা হয়। এ সময় লুৎফরের কাছে টাকা ফেরত চাইলে তিনি বাচ্চু মামুদকে কষে চড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গ্রামের লোকজন তাঁকে তুলে বাড়ি পৌঁছে দেয়।
এই অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য লুৎফর রহমানের সঙ্গে বারবার যোগাযোগ চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী বলেছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে