মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছিটরাজিব দুন্দিপাড়া গ্রামে নলকুপের পানি খেয়ে ১১জন অসুস্থ্য হয়েছে । এর মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে শনিবার রাতে ভর্তি করা হয়েছে।কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা পরমেশ্বর চন্দ্র রায়(৩০) তার গ্রামের বাড়ী ছিটরাজিব দুন্দিপাড়া গ্রামে শনিবার দুপুরে স্বপরিবারে দুপুরের খাবার খেয়ে বাড়ীর নলকুপের পানি পান করে। এতে তিনি ও তার বাবা গনেশ চন্দ্র(৬৫), মা প্রমিলা বালা(৫৫), বোন রানী বালা(৩৫), স্ত্রী জবা রানী(২৭),ভাগিনা ভবেন্দ্র(১২)ও পিযুষ চন্দ্র(১৪), কাজের মেয়ে রেনুবালা(৪৫) অসুস্থ্য হয়ে পরে। সংবাদ শুনে গাড়াগ্রাম ইউনিয়ন থেকে আসা ভগ্নিপতি চন্ডিপ্রসাদ(৪৫), বোন রঞ্জিতাবালা(৩৫) ও তার শ্বাশুড়ী মিনুরানী(৫৫) দেখতে এসে ওই নলকুপের পানি খেয়ে অসুস্থ্য হয়ে পরে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পরমেশ্বরের বাবা, মা, স্ত্রী, কাজের মেয়ে ও বোন রানীবালাকে রংপুর মেডিকেল কলেজে শনিবার রাতে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পরমেশ্বর বলেন, ” অফিস বন্ধ থাকার কারণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজন আসতে পারেনি। তবে কেউ শত্রুতাবশতঃ নলকুপে বিষ প্রয়োগ করেছে বলে মনে হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় জিডি করব।” এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমি জেনেছি ; পানি পরীক্ষা-নিরীক্ষা না করলে সঠিক কারণ নির্ণয় করা সম্ভব না। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে