কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ফাল্গুনের শুরুতে শুরু হয়েছে দিনে গরম রাতে শীত। সূর্যদয়ের পূর্ব মুহর্ত পর্যন্ত একটু শীত থাকলেও সূর্যদয়ের পর পরই শুরু হয় প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম।

কিন্ত দিন শেষে সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত প্রচন্ড শীত ও ঠান্ডার প্রকোপ বৃদ্দি পায়। দিনের বেলা মোটা কাপড় গায়ে পরা যায়না কিন্তু সন্ধা হলেই মোটা কাপড় ছাড়া বাহিরে বের হওয়া কঠিন।

এই বৈরী আবহওয়ার কারনে মানুষ থেকে শুরু করে প্রাণিকুলের মাঝে দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা মানুষের মাঝে জ্বর,সর্দিকাশি,মাথা ব্যথা এমনকি খাওয়া-দাওয়ার মঝেও একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।

এছাড়া প্রাণিকুলের মাঝে দেখা দিয়েছে অনেকটা পরিবর্তন। আবহওয়া পরিবর্তন জনীত কারনে দিনের বেলা প্রচন্ড রোদে বৈদ্যুতিক পাকা চালাতে হয় আর রাতে বেলা লেপ-কম্বল,কাথা এমনকি মোট কাপড় ছাড়া ঘুমানোয় যায়না। তাই ফাল্গুনের ঋতুরাজ বসন্তে জানিয়ে দিচ্ছে গ্রীস্মের আগাম বার্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে