মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরে তিস্তাবাদ প্রকল্পের সেচ ক্যানেলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করার জন্য ৮ লাখ টাকা বরাদ্ধ করা হয়। এর বিপরীতে দরপত্র আহবান করা হলে উপজেলার বিসমিল্লাহ মৎস্য খামার প্রোপাইটার মোঃ আনিছুর রহমান সোহাগ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান পোনা সরবরাহ করে।

গতকাল বুধবার তিস্তাবাদ প্রকল্পের সেচ ক্যানেলে কার্প জাতীয় ৭শত ১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় অবশিষ্ঠ পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশিদার মোঃ দেলোয়ার হোসেন ও স্থানীয় সুফলভোগীরা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে