কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এবং অলিম্পিয়ার্ড’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে ৪টি প্যাভিলিয়নে প্রধান ফটকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল প্রমুখ। এসময় শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা শিক্ষনীয়সহ নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেয়া হয়।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী গল্পের মাধ্যমে ডিজিটাল সেবার বিষয় অবিহিত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে