নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ(নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহযোগীতায় মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সৌজন্যে অভিভাবকদের সাথে ঝরে পড়া শিশুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৩টায় মাগুড়াখামাতপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাহানাজ আকতারের সভাপতিত্বে সভায় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ নুরজাহান বেগম, মোঃ চাঁন মিয়া, মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ চাঁদনী বেগম, মোছাঃ দেলোয়ারা বেগম, মোছাঃ অবিয়া খাতুন, মোছাঃ আম্মাজান, মোছাঃ মালা বেগম, মোছাঃ লাভলী বেগম, মোছাঃ তান্না বেগম,মোছাঃ ফুলমাই, মোছাঃ মিশি বেগম ও মোঃ সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ট্যাস্ক লিডার মোঃ তাহিরুল ইসলাম, ম্যাপ সদস্য সোমা আক্তার, বাবলী, রহিমা বেগম, লেমন মিয়া, মানিক রতন ও আমীর আলী। মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, যুগ্ম সম্পাদক শফিউজ্জামান ছাদেকুল ইসালাম। উপস্থিত অভিভাবদের সাথে বিদ্যালয়ের ঝড়েপড়া শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় এছাড়া কি কারনে শিশুরা স্কুলে আসা বন্ধ হয় এবং ঝড়ে যায় এ বিষয়ে কথোপকথন হয়। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ প্লাটফর্ম ফর ডায়লগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে