কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ(নীলফামারী): গোটা দেশ যখন করোনা মহামারিতে নাভিশ্বাস ঠিক সেই সময়ে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মুলনীতি শ্লোগানকে বুকে ধারন করে এক কৃষকের পাশে এসে দাড়াল বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ। বৃহস্পতিবার ২৮/০৫/২০২০ তারিখে উপজেলার চাঁদখানা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষক কালা মিয়ার ৩৬ শতক জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাঈনুল আরেফিন সপুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় ছাত্রলীগ নেতা মাঈকদু-ই-মঈন ড্যাপডিল, নাজির হোসেন, আওলাদ হোসেন, তারিফুল ইসলাম, ফরহাদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। স্বেচ্ছাশ্রমে ধান কাটা দেওয়ায় কৃষক কালা মিয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন ছাত্রলীগের এই সাহায্য আমি কোনদিন ভুলবনা,আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি মাঈনুল আরেফিন সপু সংবাদদাতাকে জানান ইতিপূর্বে ছাত্রলীগ নানা দূর্যোগে এই উপজেলার মানুষের পাশে দাড়িয়েছে এবং আগামীতেও দাড়াবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে