মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠায় স্বর্ন কিশোর- কিশোরী সম্নেলন অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে ও স্বর্ন কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার দুপুরে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্নেলন অনুষ্টিত হয়। 

সম্নেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আশরাফ হোসেন, উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ এটিএম নুরুল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বিভিন্ন স্কুল থেকে আগত কিশোর- কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ সাংবাদিক প্রমুখ। 
সম্নেলন শেষে নীলফামারী স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের জেলা লিডার ঈবনে সাইদ অঙ্কুরকে স্বর্ন উপজেলা প্রতিষ্ঠাতা হিসাবে স্বর্ণ মেডেল পড়িয়ে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে