মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের ১৩ বছর পর মঙ্গল বার ১ অক্টোবর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে ২০০৫ সালের ১৯ অক্টোবর কাউন্সিল অনুষ্ঠিত  হয়েছিল।
ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নীলফামারী পৌরসভা ও বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ মমতাজুল হক।
সভাপতি পদে এবারে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।  কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ২ শ’ ০৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক ১ শ’ ৩০ ভোট পান ও এডঃ আমিরুল ইসলাম আমির ০৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিতাই ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী মশিউর রহমান ৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু ৯৬ ভোট পেয়েছেন।
 উপজেলা আওয়ামীলীগের সহ সাংগাঠনিক সম্পাদক ও বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু ৭৮ ভোট পেয়েছেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম রায় ৫৪ ভোট পেয়েছেন ও উপজেলা আওয়ামীলীগ নেতা আবু আলম ১২ ভোট পেয়েছেন। সাথে ছবি আছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে