কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইসমাইল সিপাই ডাঙ্গা ঈদগাঁ মাঠে আশ্রায়ন প্রকল্পের সম্ভাব্য স্থান নির্ধারণে সৃষ্ট জটিলতা নিরসনে পরিদর্শন আসেন ,নীলফামারী ০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

রবিবার বেলা ১১টায় ওই ঈদগাঁ মাঠে তিনি পরিদর্শনে আসেন।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান,সদর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,এমপি প্রতিনিধি রেজাউল আলম (স্বপন), বাহাগিলী ইউনিয়নের জাতীয় পাটির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন, সদর ইউনিয়নের জাতীয় পাটির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু), ময়দান কমিটির সভাপতি (অবসরপ্রাপ্ত শিক্ষক) আলহাজ্ব মনছের আলীসহ ৪ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সরেজমিনে জানা গেছে,উপজেলা প্রশাসন ঈদগাঁ মাঠে ভূমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণ করেন। এতে ৪ ইউনিয়নের কয়েক হাজার ঈদগাঁয়ের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ প্রতিবাদ জানান। পরিদর্শনকালে এমপি আহসান আদেলুর রহমান আদেল ঈদগাঁ মাঠের পরিবেশ নষ্ট না করে অন্যত্র আশ্রায়ন প্রকল্পের জায়গা নির্ধারণের পরামর্শ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে