কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: যথাযোগ্য মর্যাদার সহিত নীলফামারীর কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার রাত ১২.১ মিনিটে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সুচনা করেন। পুস্পমাল্য অর্পন করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আশিক রেজা, সহকারি কমিশনার (ভুমি) সানজিদা রহমান। বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার পক্ষে পুস্পস্তাবক অর্পন করেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী রানী রায়। বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাইনুল আরেফিন সপু বসুনিয়া সাধারণ সম্পাদক মেহেদি হাসান জেবি, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মেজবাহুজ্জামান। ডঃ আসাদুর রহমান কলেজ যথাযোগ্য মর্যাদার সহিত মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেন। অত্র কলেজ এর অধ্যক্ষ মাহবুবর রহমান শাহ নেতৃত্বে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুড়া খামাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেন। কর্মসুচির মধ্যে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, র‌্যালী, ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃতি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আকতার,সহকারি শিক্ষক আজাদুল করিম আজাদ, গোলাম মোস্তফা,হুরানে জাহান পাহেলী ও আসিফ আল আজম প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে