মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ , নীলফামারী থেকে-  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা পাইকার টারী গ্রামে গতকাল শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে তিন পরিবরের ৬টি শয়নঘর, তিনটি গোয়ালঘর ২টিগরু, একটি ছাগল ৩০টি হাঁস মুরগী ও শতাধিক কবুতর ও১টি মুদিদোকান আগুনে ভষ্মিভ’ত হয়।

এতে পরিবার তিনটির ৫০লাখের ওবেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে প্রত্যক্ষদর্শীরা।জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে ,শনিবার গভীর রাতে জসিম উদ্দিনেরছেলে জাহাঙ্গীর রহমানেরগোলা ঘরে আগুনলেগে দাউ দাউ করে জ্বলে উঠে । মুহূর্তে আগুনের লেলিহান শিখা তার শয়ন ঘর একটিগোয়াল ঘর দুটি গরু একটিদোকান ঘর ও শতাধিক কবুতর আগুনপোড়া যায়। এছাড়াও প্রতিবেশী মাহফুজারের দুটি শয়ন ঘর ১টি ছাগল সহ ৩০টি হাঁসমরগী ও লিমন মিয়ার দুটি শয়ন ঘর আগুনে ভস্মিভ’ত হয়। জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রত্যক্ষদর্শীদের মধ্যেকেউ বলতে পারেনি। জলঢাকা ফায়ার সার্ভিসেরষ্টেশন মাষ্টার মমতাজুল ইসলাম অগ্নিকান্ডের কথা স্বীকার করে বলেন ক্ষয়ক্ষতির পরিম।ন এই মুহূর্তে বলা যাচ্ছে না।বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যন ফজলার রহমান বলেন আগুনে ক্ষতিগ্রহস্ত পরিবাকে আমার নিজস্ব তহবিল থেকে ১০কেজি চাল দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে