নিজেস্ব প্রতিনিধি: গত ১৭ নভেম্বার’১৭ শুক্রবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা চৌধুরী বাড়ী মার্ক ভিলার মনন চত্বরে দীর্ঘ এক বছর প্রতিক্ষার পর পাঠক প্রিয় ত্রৈমাসিক সাহিত্য সংকলন এর বাৎসরিক ধারাবাহিক আয়োজনে অনুষ্ঠিত হলো এক্সপার্ট রৌদ্রছায়া সম্মাননা-২০১৭ প্রদান।

আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও স্বরচিত লেখা পাঠে সাহিত্যাড্ডা। মনন সাহিত্য সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাংবাদিক ও কন্ঠ শিল্পী এস এ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিশু সাহিত্যিক পঞ্চক ছড়ার প্রবর্তক ছড়াকার সিরাজুল ফরিদ, কবি ছড়াকার ও গীতিকার ইমরান পরশ ও কবি ছড়াকার বাতেন বাহার। প্রধান আলোচক হিসেবে ছিলেন ছড়া গবেষক তুষারধারা সম্পাদক আমিনুল ইসলাম মামুন।  আগত অতিথিদের রৌদ্রছায়া’র অংকন খচিত উপহার সামগ্রী ও রৌদ্রছায়া’র বেজ পরিধান এর মাধ্যমে মঞ্চে বরন করে নেন রৌদ্রছায়া’র সম্পাদক আয়োজক দাতা কবি গল্পকার আহমেদ রউফ। গল্পকার ও প্রাবন্ধিক কবি ফরিদুল মাইয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠান সূচিতে স্বাগত বক্তব্য রাখেন সম্মাননার আয়োজক দাতা রৌদ্রছায়া’র সম্পাদক কবি আহমেদ রউফ। এক্সপার্ট রৌদ্রছায়া সম্মাননা ২০১৭ যারা উত্তরিয়ো, সনদ ও পদকে ভূষিত হলেন তাদের মধ্যে কবিতায় কবি সুফিয়া বেগম, ছড়ায় ছড়াকার সোহেল মল্লিক, গল্পে এস এম শাহাব উদ্দিন, গবেষনায় প্রাবন্ধিক ডাঃ বশির আহমেদ তুষার ও ছড়ায় ছড়াকার মানিক চক্রবর্তী। বিশেষ অতিথিদের সাহিত্যালোচনা ও স্বরচিত লেখা পাঠের পাশাপাশি উপস্থিত কবিদের মধ্যে স্বরচিত লেখা পাঠ করেন কবি সাংবাদিক সীমান্ত প্রধান, কবি সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কবি সাংবাদিক কাজী আনিসুল হক, কবি নূরুদ্দীন শেখ, কবি সাংবাদিক আব্দুর রহিম, কবি আহমাদ স্বাধীন, কবি আতিয়ার রহমান, কবি বাপ্পি সাহা,  কবি সাংবাদিক ফরিদা ইয়াছমিন সুমনা,  কবি মৈনাক শিশির, কবি সামিয়া ইসলাম, কবি ইসরাত রুবাইয়া, কবি রোমেছ ইকবাল, কবি হারুনার রশিদ সাগর,  কবি আলিফ আহমেদ,কবিশেখ মানসুর আলী,
কবি হোসেন ফরহাদ, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি সালাউদ্দিন আমির, কবি সফিকুর রহমান নিজাম, ছড়াকার আলতাফ হোসেন রায়হান, কবি অপু ভূইয়া, কবি ও প্রকাশক বশিরুজ্জামান বশির, মাষ্টার শশি মনি,কবি নিয়াজ মোহাম্মদ মাসুম,কবি কাব্য কবীর,কবি এনাম রাজু,কবি মহসীন হোসাইন জনি।
কবি নাজিম উদ্দিন মাহমুদ,কবি সাদ্দাম মোহাম্মদ, ও কবি এম এ মামুন বাবুল সহ আরও অনেকে। মার্ক মিউজিক্যাল ব্যান্ড এর রিদিমিষ্ট সৈয়দ রেজানুর রহমান বাবন এর সঙ্গীত পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন মনন এর সম্পাদক কন্ঠ শিল্পী আনজুমান আরা অনু, মার্ক সঙ্গীত একাডেমীর শিল্পী রিয়া খান, সুবর্না আক্তার,  কৃষ্ণ সিকদার ও অতিথি শিল্পী মিতু মোর্শেদ সহ এস এ শামীম। বাদ্যযন্ত্রে লিট গিটারে জেমস শুভ,বেজ গিটারে অংশু দাস,অক্টোপ্যাডে বাবন। সহযোগীতায় মনন উপদেষ্টা আবুল কালাম চৌধুরী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে