MarbleChips20160227051016

বিডি নীয়ালা নিউজ(১১ই জুন   ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ গবেষকেরা কার্বন ডাই-অক্সাইডকে পাথরে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। ভূগর্ভের অনেক গভীরে কার্বন ডাই-অক্সাইডে চাপ প্রয়োগে পাথরে রূপান্তর করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন। এ প্রক্রিয়াটি বর্তমান জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধান দিতে পারে। গ্রিনহাউস গ্যাসকে যুগান্তকারী এ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা যায়।

গবেষকেরা আইসল্যান্ডে এ গবেষণা চালান। বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাই-অক্সাইডকে পানির সঙ্গে মিশিয়ে ভূপৃষ্ঠের শত শত ফুট নিচে আগ্নেয়গিরির বেসল্ট শিলার মধ্যে পরিচালনা করায় তা দ্রুত পাথরে পরিণত হয়ে যায়।

বৃহস্পতিবার ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণা প্রবন্ধের মূল লেখক জুয়ার্গ ম্যাটার বলেন, কার্বন নির্গমন বেড়ে যাওয়ার বিষয়টি আমাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কার্বন ডাই-অক্সাইডকে পাথর বানিয়ে স্থায়ীভাবে রেখে দেওয়া যায়।

বর্তমান বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় কার্বন ডাই-অক্সাইডের বড় ভূমিকা রয়েছে। এ সমস্যা সমাধানে গবেষকেরা দীর্ঘদিন ধরে উদ্ভাবনী ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস) সমাধান খুঁজছেন।

p/a

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে