জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে প্রসব পরবর্তী পরিকল্পনা পদ্ধতি বিষয়ক এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) বেলা বিকেল পর্যন্ত চলমান কর্মশালায় সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিককল্পনা অধিদপ্তর ঢাকার উপ পরিচালক ডা. মো. আলীজুল কাওসার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজিপৃুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ এর উপপরিচালক রেবেকা সুলতানা, সহকারী পরিচালক ডা. আয়নৃুল হক, কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার জাকারিয়া খান আরিফ।

কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার পরিবার পরিকল্পনা বিভাগের ডা. চিত্রা রানী ঘোষ।

কর্মশালায় উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৮০ জন কর্মকর্তা অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে