রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের প্রধান শাখা থেকে ৪৬ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে পল্টন থানা পুলিশ। এ ঘটনায় মো. ইয়াকুব (৫৫) ও হাসান আহমেদ (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পল্টন মডেল থানা পুলিশ ওই এলাকার এসএ পরিবহনের পার্সেলে আসা দুটি লাগেজ তল্লাশি করে রুপিগুলো জব্দ করে। এ সময় পার্সেল নিতে আসা দুজনকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পুলিশের ধারণা, লাগেজে করে কার্গোতে রুপিগুলো বাংলাদেশে এসেছে। তবে পার্সেল নিতে আসা ব্যক্তিরাই এর প্রকৃত মালিক নাকি এর সাথে অন্য কেউ জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এক বার্তায় ডিএমপি জানায়, ওই দুটি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে লাগেজ দুটি এসএ পরিবহণে করে ঢাকায় পাঠানো হয়। পরে দুজন লাগেজ তুলতে আসলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন, হাসান ও ইয়াকুব। লাগেজ ও রুপির বিষয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, সিলেট থেকে আহাদ নামে একজন ব্যক্তি টাকার লাগেজগুলো ঢাকায় পাঠায়। তার বিস্তারিত পরিচয় ও টাকা পাঠানোর উদ্দেশ্য জানার চেষ্টা চলছে বলেও ওই বার্তায় জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে