হৃদয়ের ক্যানভাস

……………..রোজী খান

কোন এক বসন্তের ভরা মৌসুমে
বলেছিলে রাঙিয়ে দেবে কাব্য বানাবে
নক্ষত্রবীথির শুক পাখিটা এনে দেবে হাতের মুঠোয় – হৃদয়ের ক্যানভাসে
এঁকে দেবে অনুরাগের ছোঁয়া গহীনে
জ্বেলে থাকা অগ্নিশিখা নিভিয়ে দিয়ে কবিতা করবে আমাকেই,
সেদিন বুঝিনি এটা ছিল তোমার নীরব চুক্তিপত্র।
হৃদয়ের ক্যানভাসে আজ চেয়ে দেখি নেই কোনো স্বাক্ষর না,
আমি অবাক হইনি হয়তোবা সুখ প্রাপ্তির প্রার্থনার সাড়া,
বিধাতারই পূর্বনির্ধারিত।
স্বপ্ন নিয়ে এসেছিলে স্বপ্ন দিয়ে হারিয়ে গেলে
কবিতার মাঝেই রেখে গেলে আমার মাঝে সীমাহীন বেদনা
হয়তো অভিমানে পাহাড়ি ঝর্ণার মতো অঝোর ধারা ঝরবে
দু’চোখে হৃৎপিন্ডে রক্ত ক্ষরণ হবে
একান্তই কিছু আক্ষেপ থেকে যাবে যা কখনো কাউকে বলা হবে না ,
আমিতো নিয়তিকে সাদরেই গ্রহণ করেছিলাম অভ্যস্ত ছিলাম
একাকীত্ব জীবনে প্রাচীর ঘেরা প্রাসাদ তৈরি করেছিলাম হৃদয়ের চারপাশে
অবরুদ্ধ করে রেখে ছিলাম আমার আমিকে,
মরীচিকায় কাটলো কিছুটা সময় ভেঙে দিয়ে গেলে আমার প্রাচীর
বলোনা শুধু একবার প্রাচীর ভাঙার সাধ্য ছিল কি আমার?
স্বপ্নগুলো যখন রুক্ষ বাস্তবে মৃত্যুবরণ করে আমি আগলে রেখে দেই সযত্নে আমার করে।
তুমি ফিরে যাও ,
তোমার শহর জুড়ে রঙিন গল্পের সমাহার
আমি অবরুদ্ধই থেকে যাব তবে জেনে রেখো
নাইবা হলাম তোমার কবিতা তুমি থেকে যাবে আমার কবিতায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে