নিঃসঙ্গ গাংচিল

…………………রোজী খান

কোনো একদিন তোমার শহরে এসেছিলাম ভুল করে নিঃসঙ্গ গাংচিল ভেবে ছুটে গিয়েছি তোমার পাশে ,
দিয়েছিলাম কিছু নির্মল সময় তুমিও দিয়েছিলে দ্বিধাহীন চিত্তে কিছু নির্জলা সুখ –
নিমিষেই কেটেছিল হৃদয়ের আঁধার ভোরের সূর্য দেখার জেগেছিল সাধ,
নিলাম হয়ে যাওয়া বসন্ত বর্ষার কদম শরতের কাশফুল কেন যে আমায় বিভ্রম করে !
আমি হারিয়ে ফেলি আমার আমিকে,
সকল অনুযোগ- অভিমান ভুলে ছুটে যাই বসন্তের দ্বারে ‘আমি বিনোদিনী হতে চাই দাওনা আমায় ফুলে ফুলে রাঙিয়ে’ না,
বসন্ত আমায় রাঙিয়ে দেয়নি ফিরে এলাম দহন নিয়েই,
খোপায় ফুলের গাজরা পরা কাপল পোশাকে কপোত কপোতীর মতো বসন্ত উপভোগ করা আমার আর হলো না।
বাদলের রিমঝিম ধারায় উতলা মন যখন তোমার সাথে হারাতে চেয়েছে নীলাম্বরী সাজে কদমগুচ্ছ নিয়ে তুমি আর এলেনা,
শরতের কাশফুল আমাকে উৎফুল্ল করে ,
সাদা শাড়ি পরে সাদা পরী সেজে হন্যে হয়ে তোমাকে খুঁজেছি কোথাও তোমার দেখা মেলেনি ।
ক্লান্ত পায়ে নীড়ে ফিরে এসেছি যেন ক্লান্তির মাঝেই মায়া বেশি সবাই চলে যায় শুধু ক্লান্তি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে ,
অভিমানী মনটা কেন যে বুঝতে চায় না যে চলে যায় সে কখনো থাকার জন্য আসে না ।
কিছু সময় নিয়ে যায় দিয়ে যায় সেই একাকীত্ব, বিষণ্নতা ,দহন আর নির্ঘুম রাত,
ঘূর্ণিপাকের মত জীবনের গল্প গুলি কেন যে এমন হয় ?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে