panchagarh

বিডি নীয়ালা নিউজ(১৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ   পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কনে দেখার অনুষ্ঠানে কীটনাশক দিয়ে তৈরি করা চা পান করে ২৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের প্রাথমিকভাবে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সোনাহার ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাকিরুল ইসলাম জানান,সন্ধ্যায় বালাপাড়া গ্রামের স্বশোধর রায়ের বাড়িতে ১২ জন আত্মীয়সহ কনে দেখতে আসেন নীলফামারীর আপন রায়।

অনুষ্ঠানে ভুলবশত কীটনাশককে চা পাতা মনে করে তৈরি করা হয় চা। সেই চা খেয়ে মুহূর্তেই বর-কনে উভয় পক্ষের ২৬ জন অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থদের মধ্যে কনের দাদা তৈলক্ষ্য রায়ের (৭৫) শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে,তবে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কারো ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলে জানান দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিকাশ চন্দ্র রায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে