কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ঔষুধ দিতে দেরি হওয়ায় গালিগালাজ ও মারপিট করে ডাক্তারের হাত ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ২১ আগষ্ট সোমবার রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের হাজিরহাট এলাকায়। অভিযোগে জানা যায় মাগুড়া শাহ পাড়া গ্রামের বুদু মামুদের ছেলে পল্লী চিকিৎসক শাহীন হোসেনের ফার্মেসীতে ঔষুধ কিনতে যায় সিঙ্গেরগাড়ী জুম্মা পাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী অহেদ আলীর দুই ছেলে সাইদুল ইসলাম ও রহিদুল হক দোকানে ভীর থাকায় ঔষুধ দিতে দেরি হওয়ায় পল্লী চিকিৎসক শাহীনের উপর চড়াও হয় এবং অকট্য ভাষায় গালিগালাজ শুরু করে প্রতিবাদ করতে গেলে ডাঃ শাহীন হোসেনকে দোকান থেকে টেনে হেচড়ে বের করে লাটি দিয়ে পেটাতে থাকে এক পর্যায় তার ডান হাতটি ভেঙ্গে গেলে মাটিতে লুটিয়ে পড়ে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান শারীরিক পরিস্থিতি অবনিতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলা ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে