ডেস্ক রিপোর্টঃ হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি হজ পালনে ন্যূনতম ব্যয় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর এক হোটেলে এ সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম ইব্রাহীম বাহার এই ঘোষণা দেন।
বাহার বলেন, চলতি বছর ন্যূনতম প্যাকেজের ব্যয় পূর্ববর্তী বছরের চেয়ে সামান্য বেড়েছে। মুদ্রা বিনিময় হারের অবক্ষয় এবং খাদ্যের পাশাপাশি বাড়ি ভাড়া বৃদ্ধি পাওয়ায় এ বছর খরচ সামান্য বৃদ্ধি পেয়েছে।
গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বছরের হজ প্যাকেজের অনুমোদন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে।
হাব সভাপতি বলেন, এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। ্এদের মধ্যে ১০ হাজার হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
১৯ ফেব্রুয়ারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে উল্লেখ করে ইব্রাহীম বাহার বলেন, যদি কেউ পুরো খরচ প্রদানে এবং ৩০ মার্চের মধ্যে আইডি সংগ্রহে ব্যর্থ হয় তারা এ বছর হজ পালনে সক্ষম হবেন না।
সংবাদ সম্মেলনে হাব সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে